দু'দিন পরেই ভোট। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে বিদ্রোহী ৩ প্রার্থী আনারস ছেড়ে নৌকায় উঠেছেন। ফলে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন ৩ নৌকার মাঝি।
জানা যায়, দল থেকে বহিষ্কারের পর পিঠ বাঁচাতে বিদ্রোহী তকমা ছেড়ে নৌকার সমর্থনে শার্শা সদরের জনপ্রিয় ২ চেয়ারম্যানসহ ৩ বিদ্রোহী প্রার্থী গতকাল এবং আজ সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে নেমে দল থেকে বহিষ্কার হবার পর ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ান শার্শা সদরের জনপ্রিয় চেয়ারম্যান সোহরাব হোসেন, উলশী ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক এবং পুটখালির আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন।
উল্লেখ্য শার্শার সবকটি ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকায় ২০ নভেম্বর ১৫ জনকে একসাথে দল থেকে চিরকালের জন্য বহিষ্কার করে যশোর জেলা আওয়ামী লীগ। এরপর পিঠ বাঁচাতে কেউ কেউ ভোট থেকে সরে দাঁড়ালেও ১২ জন আওয়ামী নেতা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল