প্রথমবারের মত দিনাজপুরের বিরামপুরের মুকুন্দপুর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে ১২ হাজার ভোটার জীবনের প্রথমবার বোতাম টিপে তাদের ভোট প্রয়োগ করবেন।
শুক্রবার দুপুরে ষাটোর্ধ্ব আয়নাল আলী বলেন, 'বয়সতো কম হলো না বাহে, সারা জীবন সীল মারে ভোট দিয়া আনো এখন শুনচি, মেশিনত টিপ দিবা নাগবি। হারা মূর্খসুর্খ মানুষ মেশিন টিপে হারা ভোট দিবা পারমু বাহে।'
সোহেল রানা নামের এক যুবক বলেন, 'জীবনে প্রথম ভোটেই ইভিএমে হচ্ছে এটা ভেবেই অন্যরকম অনুভতি হচ্ছে। আমরা ডিজিটাল যুগের মানুষ ডিজিটালে ভোটদিব এটা ভালো কিন্তু বযস্ক মানুষগুলোকে প্রশিক্ষনের আয়োজন করলে ভালো হত।'
মুকুন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সাধারণ ইউপি সদস্য পুরুষ পদে ২৯ এবং সংরক্ষিত নারী আসনে ৮জন প্রার্থী বিভিন্ন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে এম আব্দুল লতিফ মিয়া (ভাতিজা) এবং ঘোড়া মার্কা নিয়ে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (চাচা) এবং আরেকজন স্বতন্ত্র বিএনপির আবুল কালাম আজাদ (আনারস) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরামপুর উপজেলায় সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১নং মুকুন্দপুর ইউনিয়নে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম হলেও কোন সমস্যা হবে না।
বিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৬টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে এবং ১নং মুকুন্দপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ওই ইউনিয়নে ভোটার রয়েছেন ১২ হাজার ৩৭জন। এদের মধ্যে ৬ হাজার ১১৩ পুরুষ এবং ৫ হাজার ৯২৪ জন নারী ভোটার রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল