২৭ নভেম্বর, ২০২১ ০৩:২৫

বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধারের পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধারের পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

উদ্ধার করা নীলগাই

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাটিয়া ধূসর রঙ্গের পুরুষ নীলগাই উদ্ধার করে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার বিকালে এলাকাবাসী বিলুপ্ত প্রজাতির নীলগাই দেখতে পায়। পরে হরিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশসহ আশপাশের লোকজনকে নিয়ে সেটিকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয় ও বিজিবির কাছে নীলগাইটিকে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় কারিগাও ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারের পরপরই কারিগাও বিজিবি’র নিকট প্রাণীটি হস্থান্তর করা হয়েছে। ধরার সময় জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা গেছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর