২৮ নভেম্বর, ২০২১ ১২:১৪

কালিয়াকৈরে নারী ভোটার সংখ্যা বেশি

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে নারী ভোটার সংখ্যা বেশি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়ন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পুরুষের চেয়ে নারী ভোটার ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডের বিষাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়ইবাড়ী একেইউ ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, আটাবহ ইউনিয়ন শেওড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটাবহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেদুলিয়া কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডের গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি। ভোরে রান্না-বান্না শেষে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে নারী ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নারী ভোটারদের সংখ্যা বেশি থাকার দৃশ্য দেখা গেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বিঘ্নে ভোটাররা ভোট দিচ্ছে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, এখন সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরুষের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশি দেখা গেছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর