সুনামগঞ্জে তৃতীয় ধাপের নির্বাচনে দুটি উপজেলার ১৭টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ রবিবার সকাল ৮টা থেকে জেলার সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভোটারা নিজ নিজ কেন্দ্রে ভোট দান করছেন।
দুটি উপজেলাত ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৬ জন, সংরক্ষিত সদস্য পদে ২১১ জন ও সাধারণ সদস্য পদে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইটি উপজেলার মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ৫৯৪ জন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরপাত্তা বলয় গড়ে তুলা হয়েছে। ভোটার গণ নির্বিগ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ