২৮ নভেম্বর, ২০২১ ২১:১৩

সেনবাগ পৌর ও ৪ ইউনিয়নে নির্বাচনে নৌকার ভরাডুবি

নোয়াখালী প্রতিনিধি

সেনবাগ পৌর ও ৪ ইউনিয়নে নির্বাচনে নৌকার ভরাডুবি

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ও ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে বিদ্রোহীদের কাছে নৌকার ভরাডুবি হয়েছে। মাত্র একটি ইউনিয়নে তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক আওয়ামী লীগের প্রার্থী। রবিবার শান্তিপূর্ণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। 

সেনবাগ পৌরসভায় মেয়র পদে নৌকার বিদ্রোহী প্রার্থী আবু নাছের ভিপি দুলাল (নারিকেল গাছ মার্কা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমান মেয়র আবু জাফর টিপু নৌকা প্রতীক নিয়ে তার কাছে পরাজিত হন। 

এছাড়া ছাতার পাইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে (বিএনপি সমর্থিত) আবদুর রহমান, কাদরা ইউনিয়নে গিয়াস উদ্দিন ভূঁইয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), কাবিলপুর ইউনিয়নে আনোয়ার হোসেন বাহার (বিএনপি সমর্থিত স্বতন্ত্র), বীজবাগ ইউনিয়নে সেলিম উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন।

শুধু ডুমুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন কানন। উল্লেখ্য, সেনবাগ পৌরসভা ও ৫টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। একটি ইউনিয়ন বাদে সবগুলোতে নৌকার ভরাডুবি হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর