ঝালকাঠি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর শুকদেব বাড়ৈ। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
এসময় সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো. আখতারুজ্জামান, সরকারি হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহমুদ হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুল হক, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারীসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি সরকারি হাতেম আলী কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়।
বিডি প্রতিদিন/এমআই