মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী আহত হয়েছেন। নিহত সেলিম আনোয়ার সাদ্দাম (২৮) ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ পুলিশ লাইন্স এর সামনে একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পুলিশ সাইন্স এর সামনে মানিকগঞ্জের দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সাদ্দাম। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো: জহিরুল ইসলাম আহত হন। আহত জহিরুল ইসলামকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকচালক মো: মজিবরসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম