১ ডিসেম্বর, ২০২১ ১৩:০২

যশোরে আনসার-ভিডিপি’র পতাকা র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আনসার-ভিডিপি’র পতাকা র‌্যালি

যশোরে আনসার-ভিডিপি’র পতাকা র‌্যালি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫১ পতাকা নিয়ে যশোরে বর্ণাঢ্য র‌্যালি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বিজয়ের মাসের প্রথম দিন বুধবার সকাল ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর শহরের কার্যালয়ে এই র‌্যালির উদ্বোধন করেন বাহিনীর যশোর অফিসের উপ-পরিচালক সঞ্জয় কুমার সাহা।

এরপর র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপ-পরিচালক সঞ্জয় কুমার সাহা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আনসার ও ভিডিপির পক্ষ থেকে এ র‌্যালির আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর