১ ডিসেম্বর, ২০২১ ১৬:১০

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

জামালপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত।

‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি স্ট্যান্ডিং র‌্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

পরে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও হিজরা নেতা আরিফা আক্তার ময়ূরী প্রমুখ।

এসময় বক্তারা জানান, সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সকল ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রেখে সম্পর্ক তৈরি ও শুদ্ধ আচার-আচরণ চর্চা এইডস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। মাদক সেবন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ও রক্ত গ্রহণ বন্ধ করতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর