“কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহণ”-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে পালিত হলো ৩০তম আর্ন্তজাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম। অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বেসরকারী সংস্থা সিআরডিডির সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, কেএসআরএম স্ট্রিল প্লান্ট লিমিটেডের জিএম কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম, এজিএম মো. নাজমুল করিম, টিএসও দেওয়ান সেলিম ও পারভেজ মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ