বরগুনার পাথরঘাটা থেকে জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন সুলতানা ওই ওয়ার্ডের সুলতান খানের মেয়ে। তার স্বামী আবুল বাশার খানের (৩২) বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া।
জেসমিন সুলতানার মা রেনু বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে আবুল বাশার নির্যাতন করতো। নির্যাতন থেকে রক্ষা পেতে জেসমিনের বাবার দেওয়া জমিতে ঘর তুলে দেওয়া হয়। সেখানেই তারা বসবাস করেছিলো।
রেনু বেগম আরও জানান, রাত আড়াইটার দিকে আবুল বাশার মোবাইলে তার শ্যালক রফিকুলকে জানায় জেসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক তারা বোনের বাসায় গিয়ে জেসমিন সুলতানার মরদেহ বিছানায় দেখতে পায়। এরপর থেকে বাশারকে পাওয়া যায়নি।
জেসমিনের মা রেনু ও ভাই রফিকুল দাবি করেছেন, আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাস রোধে হত্যা করে পালিয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন