‘‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’’ এ প্রতিপাদ্যের মধ্যে দিয়ে গাজীপুরে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।
অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় দিবসটি উপলক্ষে শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিয়ে র্যালি করেছে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংগঠন। সকালে কোনাবাড়ি জরুন কেয়া স্পিনিং এর সামনে থেকে র্যালিটি কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিকসহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা। অত্র সংস্থার সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম (প্রতিবন্ধী) তাদের কয়েকটি দাবি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ