কুড়িগ্রামে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এরপর সেখানে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানে ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সাদাছড়ি ও টয়লেট চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব মোছা. জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ