বান্দরবান শহরের ৫ শত দুস্থ ও শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন। শুক্রবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশ এর সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এবং রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা সভাপতি এনামুল আজিজ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ