১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, জেলা আ’লীগের সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা কৃষক লীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সামছুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল