বগুড়ায় ইয়াং মেনস খ্রীস্টিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইএমসিএ) উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রাক বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সংস্থার পলবেসরা অডিটোরিয়ামে কেক কাটা, ধর্মীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনা সভায় বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি অ্যাডভোকেট বার্নাড তমাল মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মি. দিলীপ মারান্ডী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, সহ-সভাপতি ডা. রিটা মণ্ডল, মি. সৌরভ বিশ্বাস, বগুড়া খ্রীস্টিয় মণ্ডলীর পালক গিলবার্ট মৃধা, চাচ্চের্স অব গড মিশনের অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড দাস ও সি এল বি টিম লিডার সিদ্ধার্থ চ্যাম্বেল।
হিউবার্ড রিমন মারান্ডীর নির্দেশনায় বগুড়া ওয়াইএমসিএ ইয়ুথ ফোরাম প্রশংসা ও আরাধনা, ধর্মীয় সংগীত পরিবেশন ও অভিনয়ের মাধ্যমে সুসমাচার প্রচারে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রারম্ভিক প্রার্থনা করেন সংস্থার কোষাধ্যক্ষ ডা. জেমস সুদীপ্ত দেওয়ারী ও বড় দিনের তাৎপর্য বিশ্লেষণ করেন এজি চার্চের পালক মি. ডেনিশ সরকার। অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর পরিচালনায় আনন্দ ও বিনোদন এবং খ্রীস্ট ভক্তরা কীর্তন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। প্রারম্ভিক প্রার্থনা শেষে প্রাক বড় দিনের কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এমআই