মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মানিকনগর এলাকা থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরুতেই পাঁচশত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
শীতবস্ত্র বিতরণ করেন সমাজসেবক মো. জব্বার হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে সকলেই খুশি। তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এমআই