আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করা ৯ জন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার রাতে জেলা আওয়মী লীগের দফতর সম্পাদক আল রাজী জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত সাংগঠনিক ভাবে গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবরে প্রেরণ করা হয়েছে।
অব্যহতি পাওয়া বিদ্রোহী প্রার্থীর হলেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও আওয়মী লীগ নেতা মো. রুবউল ইসালমা লিটন। কাহালু উপজেলার সদরের যুবলীগ নেতা মো. পি এম বেলাল হোসেন, নারহট্ট ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী কাহালু উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল রহিম প্রমানিক। কালাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাহের সরদার হান্নান, এই ইউনিয়নের ইউনিয়ন আওযামী লীগ নেতা রুবেল হোসেন ও মো. শাজাহান আলী। নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান মজনু, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. আব্দুল্লাহহেল বাকি, ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সাবেক ইউনিয়নছাত্রলীগ নেতা মো. রেজাউল দৌলা ববি।
বিডি প্রতিদিন/হিমেল