জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণে অর্থায়ন করেন সাতক্ষীরা লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ’র সাবেক প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা কমিউনিটি পুলিশের সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আবু নাসের, কন্ঠ শিল্পী শামিমা পারভীন রত্না ও ডা. শুব্রত ঘোষ প্রমুখ।
এদিকে, দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেবহাটা উপজেলার সখীপুর সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ প্রাঙ্গণে ১৭৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই