জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল রবিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মাঠে বেলা ১১টায় এই সম্মেলন শুরু হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্মাণ করা হয়েছে পৌর শহর ধরে শতাধিক তোরণ। নেতাদের ব্যানার-ফেস্টুনে ভরে গেছে বিভিন্ন সড়ক ও অলিগলি। বিরাজ করছে সাজসাজ রব। দলের শীর্ষ দুটি পদে নতুন নেতৃত্ব আসছে নাকি থাকছেন পুরনোরাই-এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।
সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রফিক-ই- রাসেল, আতিকুর রহমান বুলবুল, স্থানীয় সাংসদের সহোদর ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, ডি এম শরিফুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপ্পার নাম শোনা যাচ্ছে।
সম্মেলনের প্রস্তুতি বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার বলেন, সম্মেলন সফল করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ছয় হাজার আসনবিশিষ্ট প্যান্ডেল। বিশ হাজার ডেলিগেট ও কাউন্সিলরের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা।
বিডি প্রতিদিন/এমআই