মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়।
শনিবার বিকেলে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের থানা মোড়ে গিয়ে শেষ করা হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র ও যুবলীগ নেতা সুভ্রত দে ভানু, আব্দুল্লাহ আল মামুন, শামীম আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই