স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রাটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড়ে সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু।
আরও উপস্থিত ছিলেন সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুবলীগ নেতা মশিউর রহমানসহ জেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই