পাতান্জো সততা যুব সংঘের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ
রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। সোমবার বগুড়ার কাহালু উপজেলা পাতান্জো তিনমাথা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।
বিশেষ অতিথি কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী টনি, কাহালু উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. গোলাম ফেরদৌস, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সম্পাদক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু রায়হান সবুজ, আবু সাফির মেহেদী হাসান নাঈম। সভাপতিত্ব করেন পাতান্জো সততা যুব সংগের সভাপতি আবু সাঈদ খুদরী। খেলায় অংশগ্রহণ করবে আল আমিন ক্রীড়া চক্র বগুড়া সদর ও সোনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
বিডি প্রতিদিন/এএ