‘বঙ্গবন্ধুর উদ্ভাবন ক্ষুদ্রঋণে দারিদ্র বিমোচন, মুজিববর্ষের আহবান দরিদ্রতার অবসান’ এই প্রতিপাদ্য ধারণ করে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরনী সপ্তাহ’ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর
প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা
কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ