শান্তি-সংহতি ও সামাজিক সম্প্রীতি স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের আওতায় টেকনাফের সাবরাং ইউনিয়ন পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় পর্যায়ে বেলা সাড়ে ১১টায় সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর বাস্তবায়নে শান্তি-সংহতি ও সামাজিক সম্প্রীতি স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার সাবরাং ইউনিয়নে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক আবুল কালাম, সাবরাং ইউপি সদস্যদের মধ্য বক্তব্য রাখেন মো. সেলিম,কবির আহমদ, ফয়েজ আহমদ,মহিলা ইউপি সদস্যা শাহেনা রহমান বিএ ও হাবিবা আক্তার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান,সহকারী সমাজ সেবা কর্মকর্তা খাইরুল, একলাবের প্রজেক্ট ম্যানেজার নুরে আলম মিলন, সিডিও রাসেল উদ্দীন, ইয়ুথ গ্রুপের সদস্য, ইমাম ও পুরোহিত।
এ সময় উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ, একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা, মনিটরিং অফিসার জুনায়েদ, প্রোগ্রাম অর্গানাইজার শহিদুল হক জনি, সুমন, ফরিদ ও রুমি শর্মা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ