জরুরী কাজে নিয়োজিত দিনাজপুরের ফুলবাড়ী থানার দুটি পিকআপ ভ্যান দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে পুলিশি সেবা কার্যক্রম।
ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে আপরাধের সাথে জড়িত মাদক ও চোরাকারবারিরা আধুনিক যানবাহন ব্যবহার করে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপরাধ নিয়ন্ত্রণে জরুরীভাবে আধুনিক যানবাহন প্রয়োজন। যা বর্তমানে ফুলবাড়ী থানায় একটিও নেই। আমি এই থানায় প্রায় ৭ মাস যাবৎ যোগদান করেছি। চলতি বছরের গত ৩১ মার্চ পুরোনো মডেলের সিঙ্গেল কেবিন পিকআপটি সড়ক দুর্ঘটনায় মুচড়ে বিকল হয়ে পড়ে আছে। গত ১৪ আগস্ট অপর পিকআপটিরও ইঞ্জিন বিকল হয়ে যায়। যা মেরামত করতে প্রায় ৪-৫লক্ষ টাকার প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জানতে পেরেছি স্থানীয় এমপির সহোযোগিতায় পুলিশ হেড কোয়াটর থেকে ফুলবাড়ী থানার জন্য একটি পিকআপ বরাদ্দ দিয়েছেন। তবে এখনও আসেনি।
তিনি আরও জানান, থানার পিকাআপ দুটি বিকল থাকায়, বর্তমানে পাবলিকের একটি মিনি পিকআপ দিয়ে টহল কাজ চালানো হচ্ছে। এছাড়াও অফিসারগণ নিজ নিজ দায়িত্বে নিজের মোটরসাইকেলযোগে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, থানার পিকআপ দুটি বিকল হয়ে পড়ায় এলাকায় টহল জোরদার সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল