বরগুনার বামনায় নানা বাড়ি বেড়াতে এসে সৎ মামা দ্বারা ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক নাসিরের (১৫) বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ধর্ষক নাসির পলাতক রয়েছে।
শিশুটির বাবার বাড়ি পাথরঘাটা উপজেলায়। গত ১৪ ডিসেম্বর সৎ নানী তাকে বেড়াতে নিয়ে আসেন। ১৯ ডিসেম্বর রাতে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে নাসির। এক পর্যায়ে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তার চিৎকারে লোকজন ছুটে আসে। এসময় নাসির পালিয়ে যায়। শিশুটিকে অসুস্থাবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির উদ্দীন সাংবাদিকদের জানান, মামলা দায়েরের পর শিশুটিকে চিকিৎসার জন্য বরগুনা পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কালাম