কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই এলাকার বাসিন্দা নুর আলমের দুই ছেলে আব্দুল্লাহ (৩০), আইয়াস রুবেল (২২)।
এপিবিএন পুলিশের দাবী, গ্রেফতারকৃতরা স্থানীয় সন্ত্রাসী ও অপহরণকারী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম