আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে ১ নং লামাকাজী ও ২ নং খাজাঞ্চী ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
লামাকাজী ইউনিয়নে তৃণমূলের ৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ। ৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরল হোসেন এবং ১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন।
খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ১০ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। ৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি পান এবং ৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান
সুইট।
এর আগে, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ভোটে নৌকার মাঝি বাচাইয়ের লক্ষ্যে স্থানীয় লামাকাজী বাজারের আল-নুর কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ