নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রাত ৩টার দিকে মৌচাকের চিশতিয়া বেকারি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ মোটরসাইকেলটির মালিক মোঃ জাহিদ হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জাহিদ হাসান জানান, বাড়ির সিসি ক্যামেরার মাধ্যমে তিনি দেখতে পান, রাত ৩টার দিকে মোটরসাইকেলের মাধ্যমে তিন ব্যক্তি তার বাসায় নিচে আসেন। এদের মধ্যে এক ব্যক্তি বাড়ির গেটের তালা ভাঙেন এবং বাকি দুইজন কেউ আশেপাশে আছে কিনা তা পাহারা দেন, যেন চুরি করতে সমস্যা না হয়। ঘুমিয়ে থাকায় বিষয়টি তখন তারা টের পাননি। পরবর্তীতে গেটের তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায়। তারা সবাই মাস্ক পরা ছিলেন তাই তাদেরকে চিনতে পারেননি তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বার জানান, মালিক জাহিদ হাসান বাদি হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা মোটরসাইকেলটি উদ্ধার করার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এএ