পূর্ব শত্রুতার জের ধরে জহরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। আহত জহুরুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত জহুরুল ইসলাম ঘোষপাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন পূর্বে একই এলাকার খোকনের ছেলে পারভেজের সাথে জহুরুল এর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মারামারির ঘটনাও ঘটে। ওই ঘটনার পর আজ সন্ধ্যার দিকে আবার ও জহিরুলের সাথে পারভেজের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ ছুরি দিয়ে জহিরুল আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রতিদিন/এএম