নাটোরের সিংড়ার আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি সোহরাব হোসেনের বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিয়াউল হক, শিক্ষার্থীর মা সুইটি খাতুন, রেহেনা খাতুন, আতিয়া বেগমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, করোনার কারণে ১৮ মাস আমাদের ছেলে মেয়েদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সন্তানদের আগামী নতুন বছরে নিয়মিত স্কুলে পাঠানোর পাশাপাশি বাড়িতে পড়াশোনার প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নবান ও সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/কালাম