মেহেরপুরের মুজিবনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২ টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারটি ইউনিয়নে নির্বাচিত ২৮ জন জন প্রতিনিধিকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর মুজিবনগর উপজেলার বাগোয়ান, মোনাখালী, মহাজনপুর ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা