স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহাজান সিরাজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুর জেলা জাসদ ও শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদ দিনাজপুরের উদ্দ্যোগে শহীদ সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন-দোয়া মাহফিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে মৃত্যুবার্ষিকীতে জেলা জাসদের পক্ষে সদরের গোদাগাড়িতে শহীদ শাজাহান সিরাজের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং দোয়া মাহফিল শেষে সমাধিস্থলের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে শাজাহান সিরাজ বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন, আজও তার হত্যার বিচার হয়নি। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই শহীদ শাজাহান সিরাজের হত্যার বিচার করুন, তাহলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম (রকি), জেলা জাসদ ও শহীদ শাহজাহান সিরাজের ছোট ভাই এ্যাড. নাজমুল হক, নারী নেত্রী মোছা. সূবর্ণা ও সিপিবি নেতা এসএম চন্দন প্রমুখ।
অপরদিকে, দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদ দিনাজপুরের আয়োজনে শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজ স্মৃতি সংসদ দিনাজপুর সভাপতি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান এর সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দিন বাচ্চ্। আলোচনা করেন জেলা জাসদ সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, কবি সাহিত্যিক ও গবেষক চাষা হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ রহমত, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব শীল, সাবেক ছাত্রনেতা এবং শহীদের সহযোগী আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে আবৃত্তি কানন ও ভৈরবীর শিল্পীদের পরিবশেনায় আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকাল ৮টায় স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ শাহজাহান সিরাজের গ্রামের বাড়ী গোদাগাড়ী পারিবারিক গোরস্থানে পুষ্প অর্পন করা হয়।
বিডি প্রতিদিন/এএ