ফরিদপুরের বোয়ালমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বোয়ালমারী ইউএনও মো. রেজাউল করিম মঙ্গলবার গভীর রাতে এসব কম্বল বিতরণ করেন। উপজেলার চতুল ও পরমেশ্বরদী ইউনিয়নের বিভিন্ন স্থানের দুস্থ, শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসক প্রদত্ত একশ কম্বল থেকে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বুধবার দুপুরে ইউএনও মো. রেজাউল করিম জানান, তীব্র শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায় সেজন্য এসব কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক প্রদত্ত ১০০ কম্বল উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ