কুড়িগ্রামে গত তিন দিনের মৃদু শৈত্য প্রবাহের উন্নতি হচ্ছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। বুধবার সকাল নয়টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত দিনের চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
এদিকে, শীতের তীব্রতা কিছুটা কমলেও জেলার নিম্ন আয়ের মানুষজনের দুর্ভোগ কমেনি। ঠান্ডার প্রকোপে তারা সকাল থেকে কাজে যেতে হিমশিম খান। বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলেই ঠান্ডার তীব্রতা কিছুটা কমতে থাকে। এরপর তাদের কাজে যেতে হয়। অন্যদিকে, শীতের ঠান্ডায় হাসপাতালসমূহে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া ও শীতজনিত সর্দিকাশি জ্বরের রোগীর সংখ্যা যাদের অধিকাংশই শিশু। গত ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১২জন।
শীতের দাপট থেকে বাঁচতে অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।এদিকে ভিড় বেড়েছে জেলার বিভিন্ন ফুটপাত সমুহে পার্শ্বরাস্তার বাজারের দোকানগুলোতে। জেলার জর্জকোট মোড়েসহ শহরের ফুটপাতে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকানে সকাল থেকে রাত পর্যন্ত হাঁকডাকে চলছে বিরামহীন বেচাকেনা। এখানে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারিভাবে এ পর্যন্ত জেলার ৯ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ৩৫ হাজার ৭শ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯টি উপজেলাসহ ৩টি পৌরসভায় শীতার্ত অসহায় মানুষের জন্য এক কোটি টাকার শীতবস্ত্রের ক্রয়ের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম