পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে লথিফুর রহমান নামে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ১৮ ডিসেম্বর সকালে একটি বাদাম খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ । ঘটনার ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে পঞ্চগড় পুলিশ। বুধবার বিকেলে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনার প্রধান আসামি সোহেলের দেয়া তথ্য সূত্র ধরে এই হত্যাকান্ডের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘাতক সোহেল সন্ধ্যের একটু আগে ঘুরতে যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করে। তারা বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের কল্লাকাট নামক এলাকায় নিয়ে যায়। একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ইজিবাইক চালক লতিফকে হত্যা করে সোহেল, মেহেদী হাসান ও আক্তারুজ্জামান। এদের মধ্যে আক্তারুজ্জামান পলাতক রয়েছে। এই হত্যাকান্ডের সহযোগী অন্যান্য আসামিরা হলেন মাজেদুর, রিংকু, রবিউল ইসলাম ও রবিউল আলম। তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ