বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দিনাজপুরে সমাবেশ করেছে জাতীয়তাবাদী বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়াকে ভালোবাসে গ্রাম-গঞ্জ, শহর-বন্দরের লাখোকোটি মানুষ। যার জন্য জান দিতে রাজি আছেন তারা। আমরা সরকারের কাছে দাবি করছি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আর না হলে এই জনগণের রোষ এবং ক্রোধের শিকার হবেন আপনারা।
বুধবার বিকেলে দিনাজপুর জেল রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে এসব কথা বলেন তিনি।
দুপুর ২টা থেকেই দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি রেজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগীয় বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকতারুজ্জামান মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মকসেদ আলী মঙ্গলিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজিবুর রহমান মুজিব, ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, কোকো স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরাসহ মহিলা দল, শ্রমিকদল, তাতীদল, প্রচার দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ