কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং তার ২ শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার আগে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানার জিসান ও তার দুই মেয়ে পাঁচ বছরের জাবিন ও দুই বছরের জেরিন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি বলেন, 'এই ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং ২ সন্তানের মরদেহ বিছানায় পড়া দেখা যায়।
ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। ক্রাইমসিন টিমও রওনা হয়েছে। ময়নাতদন্ত ও অনুসন্ধান শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
বিডি প্রতিদিন/এএম