টাঙ্গাইলের সখীপুরে লাইসেন্সবিহীন ওষুধের দোকান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় উপজেলার ১৮/২০টি ওষুধের ফার্মেসীতে এ অভিযান চালানো হয়। এসময় লাইসেন্সবিহীন তিনটি দোকান শনাক্ত ও দুইটি দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোছা. নার্গিস আক্তার বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে সখীপুর বাজারের স্বাধীন ফার্মেসী ও তক্তারচালা এলাকার ফিরোজ মেডিকেল হল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফ্রিজিশিয়ান সেম্পল জব্দ করেছি এবং লাইসেন্সবিহীন দোকান চিহ্নিত করেছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম