জয়পুরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে বুধবার বিকালে তিনদিন আগে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলার আদিকালের এ খেলায় আট জেলার অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।
ফাইনালে জয়পুরহাট জেলা বালিকা দল ৪২-১৬ পয়েন্টে বগুড়া জেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালকদের খেলায় বগুড়া জেলা বালক দল ৩৭-৩৬ পয়েন্টে রাজশাহী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
এসময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি উপস্থিত ছিলেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকে। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকে। সুন্দর সমাজ গঠন করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম