ফেনীর পরশুরামে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার বিকেলে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, উপজেলার পরশুরাম বাজারে ৪টি দোকানে মূল্যতালিকা না থাকায় এবং পণ্যের মোড়কে তারিখ স্পষ্ট প্রদান না করায় ও ক্রয়মূল্যের অতিরিক্ত বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ২৫'শ টাকা করে মোট ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
এসময় অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গাফফারসহ পরশুরাম মডেল থানার একটি দল।
বিডি প্রতিদিন/এএম