গোপালগঞ্জে ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্স নির্দেশনা না মানাসহ নানা অনিয়মের দায়ে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
এদিন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় সদর উপজেলার সাফা ব্রিকস্কে ৫০ হাজার, শরীফ ব্রিকস্কে এক লাখ, গোল্ডেন ব্রিকস্কে দুই লাখ ও নিগি ব্রিকস্কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানা ও অন্যান্য অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর