ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সাধারণত সকাল ৮টা থেকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে, ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি যথা সময়ে চালু করা সম্ভব হবে না কুয়াশার তীব্রতার কারণে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই কুয়াশার তীব্রতা চারপাশে। সামান্য দূরত্বেও ভালোভাবে দেখা যাচ্ছে না। সকাল সাড়ে ছয়টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করলেও কুয়াশার কারণে তা বন্ধ রাখা হয়েছে। নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি কুয়াশার কারণে অস্পষ্ট হয়ে আছে। তাছাড়া নৌপথে কুয়াশার কারণে সামান্য দূরত্বেও দিক নির্ণয় সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট।
বিডি প্রতিদিন/এএম