ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৬) হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করা হয়েছে। আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও শোক র্যালি করে।
এসময় স্কুলের ছাত্ররা ও মেহেদীর বন্ধুরা হত্যাকারিদের গ্রেফতারের জন্য স্লোগান দিতে থাকে- 'আমরা সাধারণ ছাত্র, কে বা কাহা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শনাক্ত করা হোক। এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। কোন বন্ধুকে যেন তার বন্ধু না হারাতে হয়। আমরা এ হত্যাকাণ্ডের শাস্তি চাই।
মামলার তদন্তকারী অফিসার এসআই আনিসুর বলেন, পুলিশ এই হত্যাকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতা করা হবে। এ হত্যার সুষ্ঠু তদন্ত হবে।
উল্লেখ্য, বুধবার রাতে মেহেদী বাসায় পারিবারের কাজে ব্যাস্ত ছিল। হঠাৎ বন্ধু পরিচয়ে দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘণ্টা খানেক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরমান নামে আরও একজন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
সহপাঠীদের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এএম