বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার তিন মাস ২০ দিন কারাভোগের পর বাগেরহাট আদালত তাদের খালাসের নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পরপরই আটক এসব জেলেদের দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। দুপুরে ফিশিং ট্রলারে করে মোংলা থেকে নৌপথে এসব জেলেদের ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাগেরহাট কারাগার ও মোংলা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট কারাগার থেকে খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন, মোহন দাস, রুবেল দাস, বিধান দাস,অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। এসব জেলেদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিস পরগোনা জেলায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ১৩ ভারতীয় জেলেকে আটক করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন