নাটোরের গুরুদাসপুরে পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই পাচ্ছেন সনদ, তোয়ালে, খেলনা, বেবি শ্যাম্পু, বডি লোশনসহ নানা উপহার সামগ্রী। বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।
বৃহম্পতিবার গুরুদাসপুর পৌরসভায় গিয়ে দেখা গেছে, কর্তৃপক্ষের প্রচার অভিযানে আকৃষ্ট হয়ে এক বাবা তার সন্তানের জন্ম নিবন্ধন করতে এসেছেন।
গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অথচ জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে সঠিকভাবে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছি।
আনন্দ নগর ৯ নম্বর ওয়ার্ড মহল্লার বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, তিনি পৌরসভার প্রচারাভিযানে উদ্বুদ্ধ হয়ে তার সন্তান জন্মের ৩ দিনের মধ্যে নিবন্ধন করতে এসেছেন। নিবন্ধন শেষে জন্ম সনদসহ উপহার সামগ্রী পেয়ে তিনি খুশি। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি। সনদ ও উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন-পৌর পৌর সচিব হাফসা শারমিন, নিবন্ধন শাখার প্রধান আবুল কালাম আজাদ, মোঃ জনাব আলী, স্থানীয় নাটোর কন্ঠের সম্পাদক সাজেদুর রহমান,আইসিটি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন