এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে রিফাত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রিফাতকে ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিফাত হোসেন (২২) ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং এক সন্তানের জনক।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে ফুলবাড়ীর পূর্ব নারায়ণপুর গ্রামে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ধানক্ষেত থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ওই ছাত্রী। ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ছাত্রী জানিয়েছে, রিফাত হোসেনের সঙ্গে তার পরিচয় ছিল। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেছে। এরপর অভিযান চালিয়ে রিফাতকে আটক করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। দুপুরে ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ