ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাওরাঞ্চলের শতাধিক ভিক্ষুকের মাঝে চাল ও কম্বল বিতরণ করেছে গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে উপজেলার অরুয়াইল বাজারে ৭০ জন ভিক্ষুককে কম্বল ও ৩০ জন ভিক্ষুককে কম্বল ও চাল দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন চেয়ারম্যান এম মনসুর আলী, ফাউন্ডেশনের দাতা সদস্য আবদুল খালেক, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আল হাসান, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, মো. বাদল মিয়া, উজ্জ্বল পাঠানসহ জনপ্রতিনিধিরা।
পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কনকনে ঠাণ্ডায় ভিক্ষুকরা শীতের কম্বল পেয়ে মহাখুশি। শীতে অসহায় মানুষদের পাশে এলাকার বিত্তবান ও সংগঠনগুলোকে দাঁড়ানোর আহ্বান জানান।
গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন চেয়ারম্যান এম মনসুর আলী বলেন, ফাউন্ডেশনের দাতা সদস্যদের সহযোগিতায় আমরা প্রতি বছরই শীতের মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। প্রথম ধাপে ১০০ জন ভিক্ষুকের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছি।
বিডি প্রতিদিন/আবু জাফর